শিকলবাহা পলিটেকনিক ইনস্টিটিউটের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে গত ৫ মার্চ সকাল সাড়ে ১০টায় কর্মমুখী জীবন গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব ও সর্বস্তরে উৎসাহিত করণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাহফুজুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দাশ, ফয়জুল বারি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান, মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্জয় রোজারিও, আছিয়া মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমদ, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আইমুন আক্তার, ইঞ্জিনিয়ার হাসমত আলী, শাহ অহিদিয়া কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ শফিক সাদেকি, গাউছিয়া তাহেরিয়া আলিমুল হক মাদ্রাসার সুপার কাজী মোহাম্মদ ইছহাক, চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চ্যাটার্জী প্রমুখ। এসময় বক্তারা সকলেই কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।