শিকলবাহায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ ফিরে পেলেন জাহাঙ্গীর

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

হাইকোর্টের আদেশে (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের জাহাঙ্গীর আলম। গতকাল বুধবার চট্টগ্রামের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো. নোমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ফিরে পেতে আদালতে রিট পিটিশন দাখিল করেন জাহাঙ্গীর আলম। পরে আদালতের রায়ে তিনি পদটি ফিরে পেয়েছেন।

এর আগে গত ৪ জুন তাকে চট্টগ্রাম জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিলেও বিভিন্ন মানববন্ধন ও বিক্ষোভের মুখে ১৭ জুন তাকে বাতিল করে ইউএনওকে পরিষদের কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব দেন। পরে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে ইউপি চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) পদ ফিরে পান তিনি। শিকলবাহা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, কিছু দুষ্টু মানুষ আমার বিরুদ্ধে চক্রান্ত করে বিভিন্ন অভিযোগ করেছিলেন। আমি হাইকোর্টে রিট করে ন্যায়বিচার পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধপিপলস্‌ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন পরিচালক নুভেদ মিজান ইকবাল
পরবর্তী নিবন্ধপিওএসজি’র বার্ষিক সাধারণ সভা