তোমার কথায় তোমার চোখে
শিকলের মতো টান পড়ে বুকে,
হাসতে হাসতে জড়িয়ে ধরা
তারপর নিঃশব্দে চলে যাওয়া সুখে।
এই শিকল ভাঙে না আর
ভাঙুক না ভাঙুক তবুও বাঁচি,
তোমার প্রেমেই ছিল আমার সর্বনাশ
চাই না মুক্তি, চাই না ছুটি।
তুমি বলেছিলে চলো হাতে হাত
আমি ধরেছিলাম বুকের পাজারে
ভেবেছিলাম এই বাধন হবে ঘর
হয়তো ভুল ছিল বুঝিনি সময় নিয়ে,
শিকলে ব্যথা বাধা জীবন এখন
তবুও মন কাদে প্রেমের শিকলে।