শিকড়বিহীন গাছ

আনজানা ডালিয়া | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

জানা নেই পথ চলার আর কতটা দিন বাকী

স্বপ্নের প্রদীপটা নিবু নিবু তবু জ্বেলে রাখী

মানুষ চিনে সন্তর্পণে গুটিগুটি পায়ে হাটি

তুমি তো নিজ রাজ্য গুছিয়ে আছো পরিপাটি।

তুমি নেই বলে আমার আকাশে চাঁদ ওঠেনা

অধিক কেয়ারিং আমার কপালে সয়না।

শিকড়বিহীন এক গাছ হয়ে বেঁচে আছি

কিছু নিস্ফলা মাটির কাছাকাছি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাসিত সংলাপ
পরবর্তী নিবন্ধবদলে যাওয়া দিন