শিউবি এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় (শিউবি) এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে এসোসিয়েশনের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. নুরুল ইসলাম। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন সিরাজুল মোস্তফা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি অ্যাড. মোহাম্মদ হেফাজ উদ্দিন, ডা. বেলাল উদ্দিন হায়দার, ডা. ফরিদুল হক, মোহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ আখতার কামাল, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, মো. বেলাল উদ্দিন, আশেক মো. শাহাদাত হোসাইন, মো. শাহেদুল হক শাহেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল মোস্তফা, সহঅর্থ সম্পাদক মো. আশরাফুল হক মিথুন, দপ্তর সম্পাদক মুজিবুল হক মিয়াজী, প্রচার সম্পাদক রেজাউল করিম রিজবী, আইন সম্পাদক এড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম নবী, স্বাস্থ্য সম্পাদক ডা. সাজিদ রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক তাহের শওকত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমির খসরুর সমর্থনে সম্মিলিত নাগরিক সমাজের গণসংযোগ
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র কম্বল বিতরণ