শিউবিয়ান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

| শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

শিউবিয়ান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পেকুয়ার শিলখালি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে স্কুলমাঠে গতকাল শুক্রবার অনুষ্ঠিত এই খেলায় সুবর্ণ আঠারোকে ৮ উইকেটে হারিয়েছে ম্যাজিস্টিক নাইনটি। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ম্যাজিস্টিক নাইনটিনের তাওসিফ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৬টি দল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মুরাদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ কায়ছার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াছির আরফাত, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তোফাজ্জল মো. রাকিব।

এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা নাহার এগ্রো গ্রুপের সিনিয়র ডিজিএম মো. আলাউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন শিলখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, টুর্নামেন্ট কমিটির সভাপতি আমিনুল হক রিফাত, সাধারণ সম্পাদক ডা. মো. সাজিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনারীদের বিশ্বকাপ বাছাইয়ে দুই বাংলাদেশি আম্পায়ার
পরবর্তী নিবন্ধসাফের সভাপতি নির্বাচন করতে পারবেন সালাউদ্দিন