ফটিকছড়িতে শাহ দৌলতিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার হাইদ চকিয়া দরবার শরীফের মাদ্রাসা মাঠে অনুষ্ঠান আয়োজন করা হয়।
শাহজাদা মাওলানা রাহাত খানের সভাপতিত্বে মাওলানা মুহাম্মদ জেবল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা উসমান গণি মাওলানা মুহাম্মদ, রিদোয়ান হোসেন, সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিন, মাওলানা হাসেম, মাওলানা জাহেদ। উপস্থিত ছিলেন মুহাম্মদ এমদাদুল হক, মাওলানা ওসমান গণি, মাওলানা হাসেম উদ্দিন, মাওলানা হাসান মুরাদ, মাওলানা জাহেদ, মুহাম্মদ আশরাফ উল্লাহ, মুহাম্মদ আবিদ, মাওলানা মাহমুদউল্লাহসহ অভিভাবক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, পরীক্ষায় শুধু ভালো ফলাফল করলে হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে।