হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী।
চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য দেন সহ–সভাপতি মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ এ এম কামাল উদ্দীন, দারুত তায়ালীমের সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল মনছুর, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম সুজন।
সভায় সংগঠনের গতিশীলতা আনয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী ১৭ জুন (২৭ শে জ্বিলক্বদ) গাউছুল আজম মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী ওরশ উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।