আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে সভায় সভাপতিত্ব করেন মহানগর কার্যকরী সংসদের সভাপতি শফিউল আলম ভুঁইয়া। সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, সফিউর রহমান সাইফু, আই আইচ মুহাম্মদ মিয়া, মওলানা মুহাম্মদ আলী আছগর, মুহাম্মদ সোহেল চৌধুরী, সরওয়ার কামাল, অধ্যাপক আহমদ কবির, মুহাম্মদ নাসের তালুকদার ও মুহাম্মদ আরিফুল ইসলাম।
সভায় সাংগঠনিক গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ২৪ জানুয়ারি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর ১১৯তম বার্ষিক ওরশ সফল করার লক্ষ্যে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।