শাহ এমদাদীয়ার তাসাউফ সংলাপ ও ইফতার মাহফিল

| রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) জেলা কার্যকরী সংসদের তাসাউফ সংলাপ ও ইফতার মাহফিল গত মঙ্গলবার খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী।

শেখ শাকিল মাহমুদের পরিচালনায় মাহফিলে প্রধান মেহমান ছিলেন সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। প্রধান আলোচক ছিলেন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনি বলেন, নিজের দিকে দৃষ্টি দিলে, নিজের দোষ নিজে খুঁজলে রূহানী জিন্দেগী হাসিল হবে এবং আল্লাহর নৈকট্যের পথে অগ্রসর হওয়া যাবে। বক্তব্য রাখেন অধ্যাপক মেজবাউল আলম শৈবাল,মাওলানা মুহাম্মদ আবুল মনছুর। উপস্থিত ছিলেন সৈয়দ এরহাম হোসাইন, সৈয়দ মানাওয়ার হোসাইন, শেখ মো. আলমগীর, আহছানুল হক বাদল, মহিউদ্দীন এনায়েত, এ এম কামাল উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল কবির, আবদুল করিম, আবুল কাশেম, খায়রুল ইসলাম সুজন, শফিউল আলম ভুঁইয়া, মুহাম্মদ দেলোয়ার হোসেন, আলী আছগর, শফিউর রহমান সাইফু, সোহেল চৌধুরী প্রমুখ। মাওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকীর পরিচালনায় মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।

পূর্ববর্তী নিবন্ধসুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধঅংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সভা