দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা শাহ-ই-জাহান চৌধুরীর নাগরিক শোক সভায় বক্তারা বলেন, জীবনে নীতি আদর্শের প্রশ্নে আপোষ করেননি শাহ-ই-জাহান চৌধুরী। অত্যন্ত সৎভাবে জীবনযাপন করেছেন তিনি। তাঁর মতো আদর্শবান রাজনৈতিক কর্মী এখন খুবই অভাব। আগামীতে এই ত্যাগী নেতার একটি শোক সভা বাঁশখালীতে করার আহ্বান জানান তাঁরা। শাহ-ই-জাহান চৌধুরীর নাগরিক শোক সভা গতকাল সোমবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. আবু ইউসুফ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। নাগরিক শোক কমিটির সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার দাশ, আবু জাফর, অ্যাড. মুজিবুল হক, নুরুল আবছার চৌধুরী, বোরহান উদ্দিন এমরান, আব্দুল কাদের সুজন। মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য দেন, শহীদ জাহান চৌধুরী খোকন, অ্যাড. জাহানারা আকতার পান্না। বক্তব্য দেন, সিদ্দিক বি.কম, মাহাবুবুর রহমান শিবলী, মৌলভী নুর হোসেন, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. আ ন ম শাহাদাত আলম, হাসান মুরাদ চৌধুরী, আতাউল আল আজাদ, জিয়া উদ্দিন আরিফ, দাউদ মানিক, জোবায়ের, মনির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।