ফটিকছড়ি উপজেলার বখ্তপুর বকশ আলী মুন্সি বাড়ির মরহুম কায়কোবাদ মুন্সীর পুত্র সমাজসেবক মো. শাহ আলম মুন্সী (৮৫) গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। গতকাল বাদে জোহর বকশ আলী মুন্সি বাড়ি প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ শহীদ উল আমিন চৌধুরী, ইসলামিয়া ডিগ্রি কলেজের সাবেক উপ–অধ্যক্ষ মনসুর উল আমিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার মনজুর উল আমিন চৌধুরী, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ডিএমডি ও বখ্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক ই আজম শোক প্রকাশ করেছেন। প্রসঙ্গত, শাহ আলম ধর্মপুর আবেদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া বখ্তপুর ডক্টর মুহাম্মদ এনামুল হক একাডেমি ও ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












