চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম বলেছেন, মহিউদ্দিন শাহ আলম নিপু ছিলেন একজন পরিপাটি, রুচিশীল ও ভদ্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মুদ্রণশিল্প ও প্রকাশনায় তিনি অসামান্য অবদান রেখেছেন। কালধারা ম্যাগাজিন সম্পাদনাতেও সাফল্য দেখিয়েছেন। সদালাপী, মৃদুভাষী, মিষ্টভাষী, নিরহংকারী শাহ আলম নিপু কর্মে, গুণে ও সাফল্যে উজ্জীবিত ছিলেন।
ড. ওবায়দুল করিম গত বৃহস্পতিবার চট্টগ্রাম একাডেমি আয়োজিত শাহ আলম নিপু স্মরণ সভায় এসব কথা বলেন। চট্টগ্রাম একাডেমির জীবন সদস্য, সৃজনশীল প্রকাশনা পরিষদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহ আলম নিপুর মৃত্যুতে একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞার সভাপতিত্বে ও লেখক রাশেদ রউফের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন হাসান বাবু, সিনিয়র সহসভাপতি রেহেনা চৌধুরী, সহ সভাপতি মিজানুর রহমান শামীম, ড. আজাদ বুলবুল, ড. শামসুদ্দিন শিশির, ড. আহমেদ মাওলা, রাজনীতিবিদ অশোক সাহা, কথাসাহিত্যিক নাসের রহমান, গল্পকার বিপুল বড়ুয়া, কবি জিন্নাহ চৌধুরী, শিশুসাহিত্যিক অরুণ শীল, লেখক এস এম আবদুল আজিজ, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, কবি জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক রিটন কুমার বড়ুয়া, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, কবি রোকেয়া হক, লেখক মর্জিনা আখতার, কবি আরিফ চৌধুরী, জাহেদ নিজাম প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুত্রবধূ ইশরাত জাহান।
স্মরণ সভায় শাহ আলম নিপু স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গল্পকার সাঈদুল আরেফীন, মুহাম্মদ মহসীন চৌধুরী, আজিজ রাহমান, সৈয়দ খালেদুল আনোয়ার, ইফতেখার মারুফ, সরিৎ চৌধুরী, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, সৈয়দ জিয়াউদ্দীন, তানভীর হাসান বিপ্লব, আরিফ রায়হান, কামরুল আনোয়ার চৌধুরী, আসিফ ইকবাল, এসএম মোখলেসুর রহমান, সরওয়ার আরমান, এম কামাল উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।