শাহ আমানত সেতু এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ৯:৫৭ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় পরিবহন শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের কথা শোনা গেলেও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, কোনো যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেনি। তবে কয়েকজন সামান্য আহত হয়েছেন। দৌড়াদৌড়িতে তারা আহত হয়েছেন। ওসি বলেন, দুই পক্ষই পরিবহন শ্রমিক। তাদের মধ্যে থাকা বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে।

ওসি জানিয়েছেন, ঘটনার জেরে আধঘণ্টা সময়ের মতো যানবাহন চলাচল বন্ধ ছিল শাহ আমানত সেতু থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত সড়কে। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেখ পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে : দুদক মহাপরিচালক
পরবর্তী নিবন্ধএস আলমের ছেলের বিরুদ্ধে আরেকটি মামলা হচ্ছে