মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রাম শাহ আমানত ব্রিজ মোড়ে ‘সাধারণ মুসলিম সমাজ’ এর ব্যানারে গতকাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মোহাম্মদ ইবনে দেলোয়ার হোসেন বলেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। কটূক্তিকারীদের শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দিতে হবে। এবং বাংলাদেশের সংবিধানে রাসূল (সা.) এর কটূক্তিকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করতে হবে। সমাবেশে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অলোচনায় মুসলিম নাগরিক অধিকার মজলিসের আহবায়ক মোঃ ওছিউল হুদা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কোনো রকম কটূক্তি সহ্য করা হবে না। যদি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভারতের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। আল কোরআনের অবমাননা সহ্য করা হবে না। পরে বিশ্বের মুসলিমদের এক হবার আহ্বান জানিয়ে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।