শাহ আমানত বিমানবন্দর থেকে বিদেশ ফেরত ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

রাউজান থানা পুলিশের একটি দল হযরত শাহ আমানত বিমানবন্দর থেকে গতকাল সকালে বিদেশ ফেরত অস্ত্র মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে। তার নাম মোহাম্মদ আব্বাস। তিনি পূর্ব গুজরা ইউনিয়নের কোআন মঞ্জিল এলাকার মৃত হোসনুজ্জামানের পুত্র।

পুলিশ সূত্র জানায়, ওয়ারেন্টভুক্ত এই আসামি মধ্যপ্রাচ্য থেকে দেশে আসার গোপন খবরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সাজাপ্রাপ্ত আসামি আব্বাসের বিরুদ্ধে এ.কে ৪৭ রাইফেল উদ্ধার সংক্রান্ত একটি মামলায় আদালত ২৫ বছরের সাজা প্রদান করেছিলেন। ওই ঘটনায় তার হেফাজত থেকে এ.কে ৪৭ অটোমেটিক রাইফেল, ১০৫ রাউন্ড গুলি, ১০টি চার্জার ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছিল। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার জনৈক মোহরম হত্যা মামলাসহ ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ সময় সংযুক্ত আরব আমিরাত আত্মগোপনে ছিলেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধআবাসিক সংকটে ব্যাহত রাতের মাতৃসেবা
পরবর্তী নিবন্ধআমার আন্তর্জাতিক আইনের দরকার নেই, নৈতিকতা আছে : ট্রাম্প