শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার সিগারেট জব্দ

শুল্ক ফাঁকি চেষ্টা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

হযরত শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা আমদানি নিয়ন্ত্রিত মন্ড ব্র্যান্ডের ৩০ লাখ টাকার ২ লাখ ৪৮ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার সহযোগিতায় এয়ারপোর্ট ‘বি’ শিফট দুবাই থেকে আগত ফ্লাইট নম্বরবিএস ৩৪৪ এর যাত্রী মিনহাজুল করিম সজিব এবং মিনহাজুল ইসলামের কাছ থেকে ৫৫০ কার্টন এবং বাকি ৬৯০ কার্টন মালিকবিহীন অবস্থায় জব্দ করে।

চট্টগ্রাম কাস্টমস জানায়, সিগারেট আমদানি নীতি আদেশ ২০২১২৪ অনুসারে নিয়ন্ত্রিত পণ্য এবং এর প্যাকেটের গায়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লিখা এবং ক্ষতি সংশ্লিষ্ট ছবি থাকার বাধ্যবাধকতা রয়েছে। জব্দকৃত পণ্যচালান আনার ক্ষেত্রে উক্ত শর্ত প্রতিপালন করা হয়নি। এছাড়া এটি উচ্চ শুল্ককরযুক্ত পণ্য বিধায় শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ব্যাগেজে বাংলাদেশে আমদানি করার অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু কাস্টমসের তৎপরতার কারণে এই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। সিগারেটের চালানটি জব্দপূর্বক ডিটেনশন মেমো (ডিএম) মূলে কাস্টমস হাউস, চট্টগ্রামের গুদামে জমা করা হয়েছে এবং কাস্টমস আইনের আওতায় আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দাম কমে প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
পরবর্তী নিবন্ধমাদকদ্রব্য, চোরাই মালামাল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬