চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ওই যাত্রীর কাছ থেকে ৯ কেজি অবৈধ সিসার বার ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা দলের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী মোহাম্মদ মাসুদ রানার শরীর ও বিমানের আসনে তল্লাশি চালিয়ে সেগুলো জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বলেন, দুবাই থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ সোনা নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইট তল্লাশি করে এক যাত্রীর শরীর ও বিমানের আসনে রাখা অবস্থায় এক কেজি ২৪৫ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়। এছাড়া তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ কেজি
সিসার বার ও কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে। এ ঘটনায় যাত্রী মাসুদ রানাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।












