শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ইম্পেরিয়াল লাউঞ্জের উদ্বোধন করা হয়। ইউসিবি ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের গ্রাহক এবং ইউসিবি ক্রেডিট কার্ড গ্রহীতারা এই অত্যাধুনিক লাউঞ্জে সর্বোত্তম ও অভিজাত লাউঞ্জে আতিথ্য গ্রহণ করতে পারবেন। ইউসিবি এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানআনিসুজ্জামান চৌধুরী রনি প্রধান অতিথি হিসেবে ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জ উদ্বোধন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উইং কমান্ডার এম ফারহাদ হোসেন খান, পরিচালক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান এফসিএসসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।