শাহ আমানত খানের (রহ.) মাজার জিয়ারতে নিজাম উদ্দিন আউলিয়া মাজারের সাজ্জাদানশীন

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

দিল্লির প্রখ্যাত সুফি সাধক হজরত নিজাম উদ্দিন আউলিয়া (রহ.) মাজার শরীফের সাজ্জাদানশীন খাজা সৈয়দ মোঃ নিজাম উদ্দিন নিজামী (মজিআ) চট্টগ্রামে আগমন করেছেন। এই পবিত্র সফরের অংশ হিসেবে তিনি কুতুবুল আকতাব হজরত শাহ সুফি আমানত খান (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত করেছেন। মাজার জিয়ারতকালে খাজা সৈয়দ মোঃ নিজাম উদ্দিন নিজামীকে আন্তরিকভাবে বরণ করে নেন খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আলআমানতী (মজিআ)। এ সময় দুই মহান সূফি ধারার উত্তরাধিকারী উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন এবং আধ্যাত্মিক আলোচনায় অংশ নেন। জিয়ারত ও শুভেচ্ছা বিনিময়ের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল কবির বদরী সহ মাজার শরীফের আশেকান, ভক্ত এবং মুসল্লিগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধএমটিবি’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন