চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি–বিদেশি প্রায় ২২ লাখ টাকার সমমূল্যের মুদ্রা জব্দ করা হয়েছে। মুদ্রা পাচারের অভিযোগে সংযুক্ত আরব–আমিরাতগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।
গত রোববার রাত আটটার দিকে বিমানবন্দর এভসেক, কাস্টমস, ডিজিএফআই, এনএসআইয়ের তল্লাশির মাধ্যমে এসব মুদ্রা ও জড়িত যাত্রীকে আটক করা হয়। গতকাল সোমবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন। আটক যাত্রী মোহাম্মদ আব্দুল মজিদের বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়ায়। তার কাছ থেকে ৪ হাজার ৭০০ ইউএস ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিনার, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি রিয়াল এবং বাংলাদেশি ৩৬ হাজার টাকা জব্দ করা হয়।
জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে আচরণ সন্দেহজনক মনে হলে মজিদকে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করে ঘোষণা বহির্ভূত দেশি–বিদেশি মুদ্রাগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছ। তার বিরুদ্ধে সরকারের রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় মামলা হয়েছে।