শাহ আমানতে স্বর্ণ উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ৪:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১১৫ পিস স্বর্ণের বার, চুড়ি, নেকলেস ও আংটিসহ বিভিন্ন ধরনের ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার ৫০৫ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধারের মামলায় মাওলানা মো. বেলাল উদ্দিন প্রকাশ বেলাল নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি বেলাল কক্সবাজারের চকরিয়ার ফাসিয়াখালী মাদ্রাসা পাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে।

গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি বেলাল কাঠগড়ায় হাজির ছিলেন না। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

মহানগর দায়রা জজের পিএ দীপেন দাশগুপ্ত আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২১ জন সাক্ষীর মধ্য থেকে ১৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। ঘটনার সময় গ্রেপ্তার হয়ে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে বেলাল জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।

আদালতসূত্র জানায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেইট থেকে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার ৫০৫ টাকা মূল্যের স্বর্ণসহ আসামি বেলালকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা চার্জশিট দিলে বিচারক ২০১৬ সালের ২৪ নভেম্বর বেলালের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধজুনের শেষে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা
পরবর্তী নিবন্ধমশা তাড়াতে গোয়ালে খড়ের আগুন