শাহ আমানতে স্বর্ণের বারসহ আটক যাত্রীর বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ আটক যাত্রী আব্দুল মমিনের (৪৭) বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয়।

আটক আব্দুল মমিন ফেনীর ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের মৃত ফজলুল করিমের ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার আনুমানিক ১১ টার দিকে আরব আমিরাতের শারজাহ থেকে ইউএস বাংলার ফ্লাইট বিএস৩৪৬ যোগে আসেন আটক যাত্রী আব্দুল মমিন। পরে ওই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করার বিশেষ কৌশলে আনা ৩টি স্বর্ণের বার দেখতে পান কাস্টমস কর্মকর্তারা। এছাড়া ঘোষিত ২টি স্বর্ণের বারসহ মোট ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পতেঙ্গা থানায় মামলা দায়ের করে বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধঘর ছাড়লেন দুই সন্তানের জননী
পরবর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালের সঙ্গে তামাকুমণ্ডি বণিক সমিতির কর্পোরেট চুক্তি