চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সিগারেটের প্যাকেট থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এনএসআই গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টায় এ স্বর্ণের চালান উদ্ধার করে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানে আন্তর্জাতিক আগমনী ২ নং কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণ উদ্ধার করে। উদ্ধার হওয়া ২৪ ক্যারেটের ১৪টি স্বর্ণবার (১ কেজি ৬৩১ গ্রাম)। স্বর্ণগুলো একটি সিগারেটের প্যাকেটের ভেতরে ছিল। স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি নাইন–৫২৬ যোগে চট্টগ্রাম বিমানবন্দরে এসে থাকতে পারে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।