বৈদ্যুতিক শর্টসার্কিটে রানওয়ের বাতি বন্ধ হয়ে যাওয়ায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর বৈদ্যুতিক লাইন ঠিকঠাক করা হলে রানওয়েতে স্বাভাবিক বিমান ওঠানামা শুরু হয়। গতকাল সন্ধ্যা নাগাদ এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে বিমানবন্দরের রানওয়ের সব লাইট অচল হয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটে বলে জানিয়ে বিমানবন্দরের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেছেন, শর্টসার্কিটে লাইট বন্ধ হয়ে যাওয়ার পরপরই আমাদের প্রকৌশলীরা কাজ শুরু করেন। তারা রাত ৮টা ২০ মিনিট নাগাদ লাইন মেরামত সম্পন্ন করলে রানওয়ের লাইট জ্বলে উঠে। সূত্র জানিয়েছে, শর্টসার্কিটে লাইট বন্ধ হয়ে যাওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। রাত ৭টা ৫৫ মিনিট নাগাদ ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইট নামতে না পেরে ঢাকায় ফিরে গেছে। এই সময় বিমানবন্দরে অপেক্ষমান স্বজনদের মাঝে উদ্বেগ দেখা দেয়। রাতে বৈদ্যুতিক লাইন ঠিকঠাক করার পর রানওয়ের লাইট জ্বলে উঠলে বিমান চলাচল স্বাভাবিক হয়ে উঠে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত রানওয়ের লাইটে সমস্যা হয়েছিল। লাইট ঠিক করা হলে বিমান চলাচল স্বাভাবিক হয়ে যায়।