শাহ আমানতে দুইটি বিমানের জরুরি অবতরণ, পরে ঢাকায় ফেরত

আবহাওয়াজনিত কারণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

ঢাকায় নামতে না পারা দুইটি বিমান চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। আবহাওয়াজনিত কারণে বিদেশ থেকে আসা বিমান দুইটি ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়। চট্টগ্রামে কিছুক্ষণ অপেক্ষা করার পর বিমান দুইটি ভালোয় ভালোয় ঢাকা অবতরণ করেছে বলে সূত্র জানিয়েছে।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি৩৬৪ বিমানটি ভারতের চেন্নাই থেকে ঢাকায় আসার পথে ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়। বিমানটি সন্ধ্যা ৬ টা ১৪ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এক ঘণ্টা পর রাত ৭টা ১৮ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।

অপরদিকে ইউএস বাংলার বিএস৩১৬ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সন্ধ্যা ৬ টা ১৪ মিনিটে ঢাকার পরিবর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৭ টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম আবহাওয়াজনিত কারণে দুইটি ফ্লাইট ঢাকার পরিবর্তে চট্টগ্রামে অবতরণ করেছিল বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
পরবর্তী নিবন্ধবিনিয়োগকারীদের আগ্রহ আগামী দিনের নির্বাচিত সরকার: খসরু