শাহ আমানতে কোটি টাকার স্বর্ণের বারসহ ফটিকছড়ির যাত্রী আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৪:২৪ অপরাহ্ণ

শারজাহ থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা দামের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মিজান উদ্দীন নামের ফটিকছড়ির উক্ত যাত্রী আজ সকাল ৭ টা নাগাদ এয়ার এরাবিয়া ফ্লাইটে চড়ে চট্টগ্রান শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা টিম যৌথভাবে মিজান উদ্দীনের কাছ থেকে স্বর্ণের চালানটি উদ্ধার করে। মিজান উদ্দীন বিমান থেকে নেমে ইন্টারন্যাশনাল এ্যারাইভাল এলাকায় ওয়াশরুমে যান। সেখানেই তাকে আটক করে এনএসআই।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করে স্বর্ণের চালানটি আটক করা হয়। ১২টি স্বর্ণবারের ওজন ১ কেজি ৩৯৮ গ্রাম।এগুলোর মূল্য ৯০ লাখ টাকা।

মিজান উদ্দীনকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বাদী হয়ে একটি মামলা রুজু করেছে বলেও সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরেলের টিকিট কালোবাজারি, হাতেনাতে আটক যুবক
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: হাছান মাহমুদ