নগরীর বিভিন্ন কাউন্টারে অভিযান চালিয়েছে বিআরটিএ–চট্টগ্রাম, সিএমপি‘র–ট্রাফিক বিভাগ। গতকাল বিকেলে চলা অভিযানে দামপাড়া, নতুন ব্রিজ, কদমতলী, বড়পুল, হালিশহর, সাগরিকা, অলংকার ও এ কে খানে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন ও বাড়তি ভাড়া সম্পর্কিত তথ্য যাচাই করা হয়।
অভিযানে বিআরটিএ চট্টগ্রামের আদালত–১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বড়পুলের জোনাকি পরিবহনের কাউন্টারকে ১০ হাজার টাকা, শাহী পরিবহনের কাউন্টারকে ১০ হাজার টাকা এবং বসুরহাট এক্সপ্রেসের কাউন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং উপস্থিত যাত্রীদের মাঝে আদায়কৃত অতিরিক্ত ভাড়ার অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়াও বিআরটিএ চট্টগ্রামের আদালত–১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা কদমতলীতে ভাড়ার তালিকা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বাঁধন পরিবহনের কাউন্টারকে ১ হাজার টাকা এবং একই পরিবহনের ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় অতিরিক্ত ১ হাজার টাকা জরিমানা করা হয়।