শাহী ও জোনাকি পরিবহনকে জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন কাউন্টারে অভিযান চালিয়েছে বিআরটিএচট্টগ্রাম, সিএমপিট্রাফিক বিভাগ। গতকাল বিকেলে চলা অভিযানে দামপাড়া, নতুন ব্রিজ, কদমতলী, বড়পুল, হালিশহর, সাগরিকা, অলংকার ও এ কে খানে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন ও বাড়তি ভাড়া সম্পর্কিত তথ্য যাচাই করা হয়।

অভিযানে বিআরটিএ চট্টগ্রামের আদালত১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বড়পুলের জোনাকি পরিবহনের কাউন্টারকে ১০ হাজার টাকা, শাহী পরিবহনের কাউন্টারকে ১০ হাজার টাকা এবং বসুরহাট এক্সপ্রেসের কাউন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং উপস্থিত যাত্রীদের মাঝে আদায়কৃত অতিরিক্ত ভাড়ার অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়াও বিআরটিএ চট্টগ্রামের আদালত১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা কদমতলীতে ভাড়ার তালিকা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বাঁধন পরিবহনের কাউন্টারকে ১ হাজার টাকা এবং একই পরিবহনের ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় অতিরিক্ত ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঈদের আগে রিজার্ভ বেড়ে ২৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত
পরবর্তী নিবন্ধপটিয়ায় ৩৫ হাজার দরিদ্র পরিবারে কেডিএস গ্রুপের নগদ অর্থ সহায়তা