শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সভা

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী একাডেমির অষ্টাদশ শিশুকিশোর সমাবেশের প্রচার কার্যক্রম উপলক্ষে সভা প্রচার উপকমিটির আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে গত ৮ নভেম্বর নগরীর ২নং গেইটস্থ বেবী সুপার মার্কেটের এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই কার্যক্রম চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের উপজেলাসমূহে একযোগে শুরু করা হয়েছে। সভায় বক্তব্য দেন, মো. আশরাফুজ্জামান, ডা. কৈশিক সায়মন শুভ, এইচ আর মাহাবুব জিকো, অধ্যাপক তাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মো. রুহুল্লাহ, সাহেদ, নুর মোহাম্মদ প্রমুখ। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করে ২৬ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। সভায় বলা হয়, গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারীর (.) ১২০তম উরস শরিফ ও জন্মদ্বিশতবার্ষিকী উপলক্ষে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের উদ্যোগে ১০দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমির ব্যবস্থাপনায় দেড় যুগপূর্তি শিশুকিশোর সমাবেশ আগামী ৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আগামী ২ জানুয়ারি ঐ স্কুলে ক্বিরাত, কবিতা/ছড়া, হামদ/না’ত, মাইজভাণ্ডারী সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, দেশাত্ববোধক গান, উপস্থিত বক্তৃতা, কনটেন্ট রাইটিং, চিত্রাঙ্কন, স্পেলিং বি, ফটোগ্রাফি, আইডিয়া হান্ট, সীমিত চলচ্চিত্র, কুইজ প্রতিযোগিতা ও সুফি অলিম্পিয়াড সহ ১৬টিরও অধিক বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাছাড়া আগামী ৯ জানুয়ারি সমাবেশ অনুষ্ঠানের দিন প্রায় ১০০টির বেশি প্রজেক্ট নিয়ে দেলা ময়না বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জেলা শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি, আলোকধারা বুকস্‌ (সাফ আমিন শপিং মল), গণি স্টোর (চেরাগি পাহাড় মোড়), গাউসিয়া হক মনজিল (মাইজভাণ্ডার শরীফ), মাইজভাণ্ডারী একাডেমি কার্যালয় (ডিউ উদয়ন ভবন, বাস টার্মিনাল সংযোগ সড়ক) ও গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্‌ শরিফে নির্ধারিত লিফলেট ও রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার সঙ্গে নৈতিকতার সংযোগ ঘটিয়ে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে
পরবর্তী নিবন্ধআল্লামা ইকবাল ছিলেন একাধারে কবি ও রাষ্ট্রচিন্তক