শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শিক্ষক সমাবেশ

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারীর (.) ১১৯তম উরস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১১তম শিক্ষক সমাবেশ করেছে শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট।

গত শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’ (৮ম তলায়) অনুষ্ঠিত শিক্ষক সমাবেশের প্রতিপাদ্য বিষয় ছিল “শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ছাত্রশিক্ষক সম্পর্ক”। প্রবন্ধ উপস্থাপন করেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। সমাবেশে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর এলাকা, ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, সীতাকুণ্ড, মীরসরাই, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাধীন সরকারিবেসরকারি স্কুল, মাদ্রাসা ও কলেজসমূহের দেড় শতাধিক সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।

এনায়েতবাজার মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক তাসকিয়া তুন নুর তানিয়া ও কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোবারক হোসাইনের উপস্থাপনায় এবং শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আধ্যাত্মিক জ্ঞান এবং জাগতিক জ্ঞানের সমন্বয়ে প্রকৃত সত্য উৎঘাটিত হয়। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সমাবেশে উপস্থিত শিক্ষকদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু প্রস্তাবনা বা সুপারিশমালা তুলে ধরা হয়। প্রবন্ধের উপর আলোচনা করেন পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব, পটিয়া খলিল মীর কলেজের অধ্যক্ষ এস এম মিছবাহ উর রহমান, সীতাকুণ্ড লতিফা সিদ্দীকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ইছাপুর বিএমসি কলেজের সহকারী অধ্যাপক বাসুদেব খাস্তগীর, আনোয়ারা সরকারি কলেজের উপাধ্যক্ষ রিদুয়ানুল হক। ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টির ‘বাণী’ পাঠ করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম এবং স্বাগত বক্তব্য রাখেন এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারি মাওলানা সোহাইল উদ্দিন, হামদ ও নাত এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ মুজিবুল হক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক সমাবেশ উদযাপন পর্ষদের সদস্য কাজী মোহাম্মদ সোলেমান, বটন কুমার দে, তাজুল ইসলাম চৌধুরী, সৈয়দা রেহেনা আফরোজ, এস জেড এইচ এম ট্রাস্ট এর প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সভাপতি হলেন লায়ন হাজী মহিউদ্দিন
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল