বিশ্বঅলি শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ ও অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মাইজভাণ্ডারী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সালতান অব ওমানে মাইজভান্ডার গাউছিয়া হক কমিটি চাহাম–ছানাইয়া শাখার ব্যবস্থাপনায় চাহাম, সাবিয়াহ আল বুষ্টান রেস্ট হাউজে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত শাখার সভাপতি মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কুমিল্লা বরুডা শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কমপ্লেঙ ও দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মহসিন আশেকি। এতে প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ওমান মিসফা শাখার ধর্মীয় সম্পাদক মাওলানা মুহাম্মদ নওশাদুল হক কাদেরী। শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ শাহ আলম,মুহাম্মদ সেলিম উদ্দীন, রাসেল হোসেন রুবেল, জয়নাল আবেদীন করিম, নুরনবী ভাণ্ডারী, আবু বকর সিদ্দিক, গোলাম কাদের চৌধুরী, শাখার উপদেষ্টা মোহাম্মদ ইকবাল হোসেন, আব্দুন নবী, মোহাম্মদ হোসেন ও মো. শাহজাহান। এছাড়া সংগঠনের কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ আশরাফুল করিম, এনামুল হক, ইদ্রিছ ইভান, মুফিজ উদ্দীন আরজু, রায়হান উদ্দিন, মোজাহের উদ্দীন তালুকদার, রবিউল ইসলাম, সালাহউদ্দিন, ইয়াছিন উদ্দিন মনজু এবং মো. নাঈমসহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












