ধানের শীষের নির্বাচনী থিম সং উদ্বোধন : বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রধান থিম সং চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে বৃহস্পতিবার উদ্বোধন করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। এরপর ডা. শাহাদাত হোসেনের নির্দেশে নির্বাচনী মিডিয়া সেলের সচিব ইদ্রিস আলীর হাতে গানটি হস্তান্তর করেন গানটির গীতিকার সুরকার এবং প্রধান শিল্পী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আরেফিন রিয়াদ। এসময় উপস্থিত ছিলেন আলী আজম চৌধুরী, শেখ জামিল হোসেন, রফিকুল ইসলাম, নূর হোসেন।
বাগমনিরাম ওয়ার্ড বিএনপি : চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম বলেছেন, ডা. শাহাদাত হোসেন একজন সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। সকল ভেদাভেদ ভুলে ভয় ভীতি উপেক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে। তিনি গত রবিবার চট্টেশ্বরী রোডস্থ ডা. শাাহাদাত হোসেনের মেয়র কার্যালয়ে চসিক নির্বাচন উপলক্ষে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।বাগমনিরাম ওর্য়াড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইয়াছিন চৌধুরী লিটন। আবু ফয়েজের পরিচালনায় মতবিনিময় সভায় আবু আহমেদ নিপার, হুমায়ূন কবির আনসার, শহিদুল ইসলাম চৌধুরী, আবুল খায়ের মেম্বার, রফিকুল ইসলাম সর্দার, শফিকুল ইসলাম খোকন, নূর হোসাইন।
নাগরিক ঐক্য পরিষদ : চসিক নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে নগরীর পৌর জহুর হকার্স মার্কেট, স্যানমার, সেন্ট্রাল প্লাজা, ইউনেস্কো, আমিন সেন্টারসহ আশপাশের শপিংমলে নাগরিক ঐক্য পরিষদ প্রতিনিধি দলের ২য় পর্বের প্রচারণা চালায়। সৌরভ প্রিয় পাল, সাজ্জাদ হোসেন খানের যৌথ নেতৃত্বে প্রচারণায় আরো উপস্থিত ছিলেন জান্নাতুল নাঈম রিকু, অ্যাডভোকেট ফরিদা আক্তার, রওশন আরা বেগম, ফরিদা ইয়াসমিন, বেগম তাহেরা মহরম, শাহনাজ চৌধুরী রিনা, জান্নাতুল সায়রা, নিলুফার ইয়াসমিন, মইনুদ্দিন খান রাজীব, মো. হানিফ, কিং মোতালেব, সুব্রত আইচ, মোরশেদ, রাশেদ, ইব্রাহিম, আরশে আজিম আরিফ তাসলিমা আক্তার মনি, খাদিজা বেগম প্রমুখ।
বাইন্ডিং শ্রমিক দল : চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক দলের পক্ষে দেওয়ানবাজার, মাস্টার পুল, ঘাটফরহাদবেগ, খলিফা পাট্টি এলাকায় গণসংযোগ করেন।
সাইফুল ইসলাম মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো. আনোয়ার হোসেন, বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, আবদুল মান্নান, কাজী শেখ নুরুল্লাহ বাহার, খন্দকার নুরুল ইসলাম, সাব্বির আহমদ প্রমুখ।