শাহাদাতে কারবালা হচ্ছে সত্য ও মিথ্যার প্রভেদকারী

আনোয়ারার ওষখাইনে মাহফিলে বক্তব্য

| বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

পরৈকোড়া আহলে সুন্নাত ওয়াল জমা’আতের ব্যবস্থাপনায় পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল আনোয়ারার ওষখাইন শাহ আলী রজা (রা.) আলিম মাদ্রাসা ময়দানে গত ৫ ও ৬ জুলাই অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন মোহাম্মদ ইলিয়াছ রজা। উদ্বোধক ছিলেন ওষখাইন শাহ আলী রজা (রা.) আলিম মাদ্রাসার পরিচালক শাহজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া। তিনি বলেন, শাহাদাতে কারবালা হচ্ছে সত্য ও মিথ্যার প্রভেদকারী।

শাহজাদা মাওলানা মোহাম্মদ নেছার মিয়ার সঞ্চালনায় তকরির পেশ করেন মুফতি আল্লামা আলাউদ্দিন জেহাদী, রাউজান গহিরা এফকে জামেউল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি ফখরুদ্দিন আল কাদেরী, মুফতি মাওলানা গোলাম রব্বানী কাসেমী, মাওলানা এনায়েত উল্লাহ খান কাদেরী, মাওলানা আবুল মনছুর রেজভী, মাওলানা মোহাম্মদ আলী জিন্নাহ কাদেরী প্রমুখ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আকতার জামাল চৌধুরী, বর্তমান প্যানেল চেয়ারম্যান মোরশেদ হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিন, আতিকুর রহমান চৌধুরী, জাগের হোসেন চৌধুরী, পীরজাদা নেজাম উদ্দিন, পীরজাদা রবিউল হোসেন রজায়ী, মোহাম্মদ তানভীর আরিফ, মাহফিল কমিটির মহাসচিব হাসান জিয়াউল ইসলাম, মোহাম্মদ সেলিম, রেজাউল করিম, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ মহিম, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ রুমেল ও মোহাম্মদ লেদু মিয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ৫ম জাতীয় আইন অলিম্পিয়াড ১১ জুলাই থেকে
পরবর্তী নিবন্ধপেকুয়া উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা