শাহাদাতের নিরাপত্তায় পুলিশ মোতায়েন

| সোমবার , ২৫ জানুয়ারি, ২০২১ at ৮:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রচারণার নিরাপত্তায় বিএনপি প্রার্থী শাহাদাত হোসনের সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটের প্রচার শেষের আগের দিন গতকাল রোববার থেকে বিএনপি প্রার্থীর নিরাপত্তায় এ পুলিশ মোতায়েন করা হয়। খবর বিডিনিউজের।
শাহাদাত হোসেনের মিডিয়া সেলের সদস্য সচিব ইদ্রিস আলী জানান, একাধিকবার শাহাদাতের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন। রেরাববার বিকাল থেকে শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বিভিন্ন সময়ে তার প্রচারণায় হামলার অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে। সেজন্য তার নিরাপত্তায় রোববার থেকে চারজন পুলিশ মোতায়েন করা হয়েছে। ২৭ জানুয়ারি ভোটের দিন পর্যন্ত তার নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যান্টিবডি টেস্টের অনুমতি
পরবর্তী নিবন্ধআটকে গেল চট্টগ্রাম জিপিও’র বরখাস্ত হওয়া পোস্টমাস্টারের জামিন