শাহাদাতসহ কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তি দাবি

মহানগর মহিলাদল

| সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কারাবন্দী ডা. শাহাদাত হোসেন ও মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, যুগ্ম সম্পাদক আখি সুলতানা, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা, ফাতেমা কাজল, রিনা বেগমসহ গ্রেপ্তারকৃত ১৭ নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছে মহানগর মহিলাদল। গতকাল রোববার এক যুক্ত বিবৃতিতে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, সহ-সভাপতি জেসমিনা খানম, সি. যুগ্ম সম্পাদক ছকিনা বেগম ও সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার লিজা বলেন, বর্তমান সরকার রাতের ভোটে অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকেই জনগণকে ভয় দেখিয়ে চিরকাল রাষ্ট্রক্ষমতা দখলে রাখার জন্য গুম, খুন, হামলা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে দেশ শাসন করছে। তারা বিরোধী মতকে নিষ্ঠুরভাবে দমন করছে। যাতে তাদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস না পায়। এর ধারাবাহিকতায় চট্টগ্রামে বিএনপির সমাবেশে পুলিশ হামলা চালিয়ে সভা পণ্ড করে উল্টো ডা. শাহাদাত হোসেন ও মনোয়ারা বেগম মনিসহ নিরাপরাধ নেতাকর্মীদের কারাগারে বন্দী করে রেখেছে। পাশাপাশি বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান সহ সিনিয়র নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
নেতৃবৃন্দ অবিলম্বে শাহাদাতসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলমসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদিল্লিতে হাসপাতাল শয্যা ও অক্সিজেনের জন্য হাহাকার
পরবর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের নিন্দা ও ক্ষোভ