শাহসূফি সামসুদ্দোহা মাইজভাণ্ডারীর ইন্তেকাল

| মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

গাউছুল আজম হযরত গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) নাতি হযরত শাহসূফি সৈয়দ সামসুদ্দোহা মাইজভাণ্ডারী (ক.) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। গত রবিবার দিবাগত রাত ১টায় তিনি নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। আগামী ২৪ জুন সকাল ১১টার দিকে মাইজভাণ্ডার দরবারের শাহী মাঠে তার জানাযার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। শাহজাদা সামসুদ্দোহা মাইজভাণ্ডারীর ইন্তেকালে রাহে ভাণ্ডার তরিকার পীর আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ) গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক শফিক উল্লাহ খান
পরবর্তী নিবন্ধপৃথিবীকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান