শাহসুফি সৈয়দ আহম্মদ উল্লাহ মাইজভান্ডারীর চান্দ্রবার্ষিকী ওরশ ২৬ মে

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:০৬ পূর্বাহ্ণ

আগামী ২৬ মে মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহর (🙂 ১২৩ তম চান্দ্রবার্ষিক (কমরি) ওরশ শরীফ শানএ গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।

দরবারে গাউছুল আজম মাইজভান্ডারীর সকল আওলাদ ও খোলাফায়ে গাউছুল আজম মাইজভান্ডারীর সকল দরবারের আওলাদদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় ওরশ অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছেবাদ আসর পবিত্র খতমে কুরআন, বাদ মাগরিব আলোচনা সভা মিলাদ কিয়াম তাওল্লাদে গাউছিয়া শরিফ ও জিকরে সামা মাহফিল, মোনাজাত ও তাবারুক বিতরণ।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ নেতাকে জুতার মালা পরিয়ে রাস্তাঘাটে ঘুরিয়ে পুলিশে সোপর্দ
পরবর্তী নিবন্ধরাবিপ্রবি’তে আন্তর্জাতিক কনফারেন্স অ্যান্ড বায়োসায়েন্স কার্নিভালের টেকনিক্যাল সেশন