দুই দফা নামাজে জানাজা শেষে কুতুবুল আকতাব, শাহেনশাহে আদালত হযরত শাহসুফি আমানত খান রহমাতুল্লাহি আলাইহির আওলাদ সাজ্জাদানশীন ও আমানত খান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হযরত আলহাজ্ব শাহসুফি সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খান হাসানীকে (রহ.) আমানত খান (র.) মাজার প্রাঙ্গণস্থ কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল মঙ্গলবার বাদ আসর জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে, দ্বিতীয় জানাজা বাদ এশা হযরত শাহ আমানত খান (র.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মাজার সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় কয়েক হাজার ভক্ত–অনুরক্ত, আত্মীয়স্বজন, ব্যবসায়ী, শিল্পপতি, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মোহাম্মদ বেলায়েত উল্লাহ খান হাসানী (রহ.) গত ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আইনগত জটিলতা ও দাবানলের কারণে বারবার ফ্লাইট বাতিল হওয়ার পর গতকাল দুপুরে মরহুমের মরদেহ ঢাকায় পৌঁছায়। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সরাসরি প্রথম জানাজাস্থল জমিয়তুল ফালাহ ময়দানে আনা হয়।
মরহুমের বড় শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবীব উল্লাহ খান মারুফ জানাজায় শরিক হওয়া ও মৃত্যুর সংবাদ শুনে শোকার্ত হওয়া মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার পিতার আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।