বলিউড বাদশা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’–এর সামনে বসেছে পুলিশি পাহারা। গতকাল দুপুরে মুম্বাই পুলিশের প্রহরা বসানো হয়। কারণ তার বাড়ির সামনে বেশ কিছু মানুষকে প্রতিবাদ করতে দেখা যায়। এর কারণ হিসেবে জানা যায়, অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেন শাহরুখ খান। প্রতিবাদে অংশ নেয়া লোজনের দাবি, এ ধরনের অ্যাপ যুব সমাজকে ভুল পথে চালনা করে এবং তাদের ‘লুঠ’ করে। সেই কারণেই কোনো তারকার উচিত নয়, এ ধরনের অ্যাপের প্রচার করা।












