শাহনগরে স্কুল ব্যাচ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি  | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৪:৫৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ব্যাচের আয়োজনে স্কুল ব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত রোববার বিকেলে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ব্যাচ ২৩ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্যাচ ২৪। ১৩ নং লেলাং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরী। খেলার উদ্বোধক ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অব🙂 কে,বি,এম ইসমাইল চৌধুরী। আলোচনা করেন শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের আজীবন দাতা সদস্য মাহাবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জসীম উদ্দীন, নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আজিজ, প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী আবদুল মান্নান, শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ডা. সুজন, ডা. বাবর। টুর্নামেন্ট কমিটির সচিব মোহাম্মদ ইমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ও সংগঠক মোস্তফা কামরুল, আহবায়ক মোহাম্মদ আসিফ, মো. মোজাম্মেল হক চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধমেয়র চ্যালেঞ্জ কাপে অংশগ্রহণকারী চট্টগ্রাম মোহামেডানের ফুটবল কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধআজ হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের