শাহজাহান সংঘ ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর জয়লাভ

তৃতীয় বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৪:৫৪ পূর্বাহ্ণ

সিজেকেএস ও সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগে গতকাল বুধবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় শহীদ শাহজাহান সংঘ ১০ গোলে উল্লাস ক্লাবকে পরাজিত করেন। শহীদ শাহজাহান সংঘের পক্ষে একমাত্র গোলটি করেন ইমরান হোসেন। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ২১ গোলে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করে। গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর পক্ষে ২টি গোল করেন জাবেদ হোসেন চৌধুরী এবং রাকিবুল। বিজিত ক্রিসেন্ট ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন মো. রাকিব।

তৃতীয় বিভাগ ফুটবল লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম আলোর ঠিকানা এবং সকাল ৯.৪৫টায় চান্দগাঁও এস সি বনাম রাফা ক্রিকেট ক্লাব পরস্পরের মোকাবিলা করবে।

দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআ জ ম নাছির উদ্দীন ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধসিসিএ বিজয় দিবস রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট সম্পন্ন