হাটহাজারীর ধলই শাহী দরবারের হযরত শেখ সৈয়দ শাহজাহান শাহ্ (রাঃ)-এর ২ দিন ব্যাপী ৫১৫তম বার্ষিক ওরশ শরীফ মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে -আজ বিকাল ৩টায় খতমে কোরআন, মাজার শরীফ গোসল, পুষ্পপ্রদান, মিলাদ, কিয়াম, জিয়ারত শেষে বিশেষ মোনাজাত। আগামীকাল বুধবার সকাল ৯টা হতে খতমে কোরআন, নাতে মোস্তাফা (দ.), মিলাদ, কিয়াম, জিয়ারত ও মোনাজাত, বাদে এশা জীবনী ও সুফিবাদের উপর আলোচনা, মিলাদ, জিয়ারত ও বিশেষ মোনাজাত, রাত ১১টায় যিকির ও ছেমা মাহফিল। বাদে ফজর আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণ। সকল ভক্তদের স্বাস্থ্যবিধি মেনে ওরশে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।