শাহজাহান শাহ্‌ (রা.) এর খোশরোজ আজ

| শনিবার , ৮ অক্টোবর, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলাস্থ ধলই শাহী দরবার শরীফের মহান আধ্যাত্মিক সাধক হযরত শেখ সৈয়দ শাহজাহান শাহ্‌্‌ (রা:) এর মাজার শরীফ চত্বরে খোশরোজ শরীফ ও ঈদে মিলাদুন্নবী (স:) আজ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গৃহীর কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮টায় খত্‌মে কোরআন ও নাতে মোস্তাফা পরিবেশনা, সকাল ৯টায় মাজার শরীফ গোসল, গিলাপ চড়ানো, পুষ্প প্রদান, জিয়ারত, মিলাদ, কিয়াম, মোনাজাত, সকাল ১০টায় মিলাদুন্নবীর জুলুশ, বাদ আছর খত্‌মে বারভী শরীফ ও খতমে গাউছিয়া শরীফ, বাদ মাগরিব পবিত্র শানে মোস্তাফা (দ.) ও শানে হযরত শাহ্‌্‌ জাহান শাহ্‌্‌ (রা.) নূরানী মাহফিল, রাত সাড়ে ১০টায় আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ। কর্মসূচিতে জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করা আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআজ কাগতিয়া দরবার শরীফের পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল