‘শাহজাহান চৌধুরীর বক্তব্যের দায় জামায়াতে ইসলামী নেবে না’

| রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৭:৪৩ অপরাহ্ণ

‘প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে’— জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এমন বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দলটি।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাখ্যায় বলা হয়েছে, শাহজাহান চৌধুরীর এমন বক্তব্যের দায় জামায়াতে ইসলামী নেবে না। ‘যে বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা, সেটি তার ব্যক্তিগত। এটি দলের কোনও বক্তব্য নয়।’

গতকাল শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রামে এক অনুষ্ঠানে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেন, আমার মনে হয়, আল্লাহতালা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, জামায়াতে ইসলামীকে ক্ষমতা দেবেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর জন্য আজকে যে সময় আল্লাহতালা দান করেছে, আর ভবিষ্যতে এইরকম সুযোগ আসবে না। দুর্নীতির টাকা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে। আর অস্ত্র ঢুকবে।

শাহজাহান চৌধুরী বলেন, আমাদের আমিরে জামায়াত যদি থাকতেন, তাহলে আমি বলতাম, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। প্রশাসনকে অবশ্যই, আমি ন্যাশনালি বলব না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে, তাদেরকে সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে তালিকাভুক্ত সন্ত্রাসী রিপন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে আড়াই হাজার মুরগি পুড়ে ছাই