শাহজালাল বিমানবন্দরে মিলল ২৫০ কেজি ওজনের বোমা

| বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১১:১১ পূর্বাহ্ণ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের খোঁড়াখুঁড়ির সময় বেরিয়ে এল সিলিন্ডার আকৃতির বিশাল একটি বোমাসদৃশ বস্তু। এটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন বিমানবাহিনীর বোমা বিশেষজ্ঞরা। গতকাল বুধবার সকালে তৃতীয় টার্মিনালের পাইলিংয়ের কাজ করতে গেলে বস্তুটির সন্ধান মেলে। খবর বিডিনিউজের। বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বলেন, পাইলিংয়ের সময় ১৫ ফুট মাটির নিচে থেকে প্রায় আড়াইশ কেজি ওজনের বোমাটি উঠে আসে। বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা গিয়ে দুপুরের মধ্যে এটি নিষ্ক্রিয় করে। বস্তুটি পরীক্ষা করে দেখতে ময়মনসিংহের রসুলপুর ঘাঁটির ফায়ারিং রেঞ্জে নেয়া হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা চিকিৎসায় পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর পেল মহেশখালী হাসপাতাল
পরবর্তী নিবন্ধসরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা