আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), অছি এ গাউছুল আজম (ক.) এর ৪র্থ শাহাজাদা, শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর মৃত্যুতে আওলাদে বাবা জান কেবলা হজরত শাহ সুফি আমানত খান (রহ:) শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং আল্লাহ পাকের দরবারে জান্নাতের আলা মাকাম দান করে মিলাদ শরীফে দোয়া করা হয়।