শাহজাদা সুলতানুল আরেফীনের বার্ষিক ওরশ আজ

| মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (.) পৌত্র শাহজাদায়ে গাউসুল আজম, শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী আল হাসানী ওয়াল হোসাইনী (.জি..) প্রকাশ চেয়ারম্যান বাবাজানের ২য় শাহজাদা সৈয়দ সুরতানুল আরেফিনের (.) ১৫তম বার্ষিক ওরশ আজ ফটিকছড়ির আজিমনগর আঞ্জুমানে রহমানীয় ছদরুল উলা মাইজভাণ্ডারী মঞ্জিলে দিনব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছেখতমে কোরান, খতমে গাউছিয়া, তাওল্লাদে শরীফ, আলোচনা সভা, জিকিরে ছেমা ও আখেরী মুনাজাত, তবারুক বিতরণ। আখেরী মুনাজাত করবেন হযরত মাওলানা শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী। ওরশ শরীফে সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবড়উঠানে নূরী বাবার বার্ষিক ওরশ শরীফ আজ
পরবর্তী নিবন্ধচিটাগাং সংবাদপত্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ১৬ ফেব্রুয়ারি