শাহজাদা শাহিন মিয়ার মায়ের ইন্তেকাল

| বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ১২:০৪ পূর্বাহ্ণ

কুতুবুল আকতাব হজরত শাহ সুফি আমানত খান (রহ:) র আওলাদেপাক মোতোয়ালী শাহজাদা শাহিন মিয়ার আম্মাজান এবং হজরত শাহজাদা ফৌজুল আলী খান ছোট মিয়া হুজুরের সহধর্মিণী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

মরহুমার নামাজে জানাযা বাদে এশা দরবার শরীফে অনুষ্ঠিত হয়।

আওলাদে বাবাজান কেবলা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ উনার দাদুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার নামাজে জানাযায় উপস্থিত হয়ে রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ’র গভীর শোক
পরবর্তী নিবন্ধমিথ্যা সাক্ষ্য দেওয়ায় সাক্ষীকে কারাগারে পাঠালো আদালত