শাহজাদা ফৌজুল কদির খান বাপরু মিয়ার ইন্তেকাল

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

হযরত শাহসুফি আমানত খান (রহ.)-এর বংশধর ও দরগাহ শরিফের মোতোয়ালী শাহজাদা মো. ফৌজুল কদির খান (বাপরু মিয়া) আর নেই (ইন্নালিল্লাহিরাজিউন)। গত বুধবার ভোর ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ কন্যা ও ২ পুত্রসন্তান রেখে গেছেন। তবে তার জীবদ্দশায় বড় পুত্র ইন্তেকাল করেছিলেন।

শাহজাদা ফৌজুল কদির খান (রহ.) ছিলেন মরহুম শাহজাদা ফৌজুল করিম খান (রহ.)-এর জ্যেষ্ঠ সন্তান ও হজরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরিফের একজন উত্তরসূরি। তার মৃত্যুতে আওলাদে বাবাজান কেবলা ও হজরত শাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও দরগাহ বাড়ি ঐক্য পরিষদের সভাপতি শাহজাদা ইজাজ উদ্দিন আজীম খান, সেক্রেটারি শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ, শাহজাদা ফৌজুল পারেস খান, শাহজাদা ফরহাদ খানসহ আওলাদেপাকগণ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণ আইনজীবী মির্জা কছির উদ্দিন আহমেদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধশম্ভুর জমি-ফ্ল্যাট-ঘর জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ