শাস্তি পেল বাংলাদেশ বয়েজ ক্লাব একাডেমি এবং তার কোচ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মেয়র অনূর্ধ্ব১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের গত ১২ মে অনুষ্ঠিত বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি এবং আনেয়ারা ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচে মাঠে এবং মাঠের বাইরে গন্ডগোল সৃষ্টির জন্য বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি এবং তার কোচ মহসিন আলি বাদশাকে শাস্তির মুখে পড়তে হয়েছে। সে ম্যাচের একেবারে শেষের দিকে একটি ফাউলকে কেন্দ্র করে দু দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়ায়। যা থামাতে গিয়ে জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারাও লাঞ্চিত হন বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমির কোচ এবং কর্মকর্তাদের হাতে। যে কারণে একাডেমি কাপের বাইলজের ১০.১ ধারা মতে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমিকে এ বছর সহ আগামী দুই বছরের জণ্য একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়। একই সাথে একাডেমিটির কোচ মহসিন আলি বাদশাকে চলতি বছর সহ আগামী দুই বছরের জন্য সিজেকেএস এবং সিডিএফএ এর সকল ফুটবল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। গত সোমবার রাতে সিডিএফএর নির্বাহি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিডিএফএর প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় গত সোমবারের ম্যাচের শুরুতে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমির ১৮ নং জার্সিধারী ফুটবলারকে অবৈধভাবে খেলানোর চেষ্টা করলে মাঠে থাকা টুর্নামেন্ট পরিচালনা কমিটি তাকে বহিষ্কার করে। তখনো দলটির কোচ অসৌজন্যমুলক আচরন করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়াও গত ২২ এপ্রিল বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি এবং নেমা ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচেও একই অপরাধ করেন। তখন তাকে কারন দর্শনোর নোটিশ দিয়ে তিন দিনের মদ্যে তার জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি কোন সদুত্তর দিতে পারেননি। ফলে সবমিলিয়ে ডিএফএ তার বিরুদ্ধে এবং তার একাডেমির বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করল।

পূর্ববর্তী নিবন্ধপিএসএল পুনরায় শুরু হওয়ায় পরিবর্তন এসেছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচিতে
পরবর্তী নিবন্ধটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা